চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষকরা সড়কের উপর ব্যানার নিয়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষকরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫’শ টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।