নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫

নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী, মাড়কইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে রাকিব আলী, মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪জনই এজাহারভুক্ত আসামি। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল এসাহাপুর লাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গত বুধবার রাতে মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।