চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস 

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সূচনা বক্তব্য দেন  শিল্পকলা অ্যাকাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। বক্তারা লালন শাহ’র মানবতার ধর্ম সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালনের বিভিন্ন গান পরিবেশ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি এই কর্মসূচির আয়োজন করে।