রানীহাটিতে খরা-সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে কৃষক প্রশিক্ষণ

খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, রামচন্দ্রপুর হটিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন ও প্রকল্পটির কৃষিবিদ ফয়জুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক আরমান আলী, সিএমও সিভিল রোকনুজ্জামান সহ অন্যরা।
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় পিকেএসএফ ও জিসিএফ-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন কওে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে ২০ জন সিসিএজি কৃষক সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মো. আরমান আলী। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।