চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টাইফয়েড টিকাদান শুরু হয়েছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেয়া হবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির অধীনে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ লক্ষ ৪০ হাজার ৯০০ এবং কমিউনিটি পর্যায়ে ১ লক্ষ ৫৬ হাজার ২৫৩ জন শিশুকে টিকা দেয়া হবে।

সিভিল সার্জন ডা.এ, কে, এম শাহাব উদ্দীন জানান, জেলায় এ পর্যন্ত টার্গেট শিশুদের ৪৫ শতাংশের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে এই টিকা দেয়া শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক ও তথ্য অফিসের মাধ্যমে মাইকিং প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.এ,কে, এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মুহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফাসহ অন্যরা।