সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র,গুলি বা বিস্ফোরকের প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশের বিভিন্ন ইউনিট সহ বাহিনীগুলো। সামনে নির্বাচনকে ঘিরে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীগুলোর কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর এবং ভোলাহাট উপজেলা ভারত সীমান্ত ঘেরা। এর মধ্যে রয়েছে নদী সীমান্ত। রয়েছে কাঁটাতারের বেড়াবিহীনও কিছু সীমান্ত। সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবি’র ৩টি পৃথক ব্যাটালিয়ন।
বাহিনীগুলো সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে মাদক,অস্ত্রসহ বিভিন্ন পণ্য চোরাচালানের অন্যতম রুট হিসেবে চিহ্নিত করা হলেও সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের তেমন কোন ঘটনা ঘটে নি। অতীতের বহু ইতিহাস থাকলেও স্পর্শকাতর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এমন তথ্য কোন বাহিনীর তরফে বা স্থানীয় কোন সূত্রে সম্প্রতি জানা যায় নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেয় নি কেউ। বিগত ৬ সপ্তাহে দুটি ঘটনার কথা জানা গেছে।
গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি বিস্ফোরক তৈরীর উপাদান উপাদান জব্দ করে বিজিবি। ঘটনাগুলোই কেউ আটক না হলেও ৫ জনকে পলাতক আসামী করে মামলা করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের ২টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, কাজী মুস্তাফিুজুর রহমান ও পাশ্ববর্তী ১৬ বিজিবি নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, জেলার কোনো সীমান্ত দিয়ে কোনক্রমেই অস্ত্র পাচার হতে দেয়া হবে না। তবে এ সংক্রান্ত নজরদারি কঠোর করা হবে।
অন্যদিকে, র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান বলেন, বিজিবির পাশাপাশি র্যাবও সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে কিনা তা নজরদারি করছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, সীমান্তে অস্ত্র ঢোকার সাম্প্রতিক তেমন কোন তথ্য বা ইঙ্গিত নেই। তবে জোর গোয়েন্দা নজরদারি চলছে।