চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত

দারিদ্র বিমোচনের সংগ্রামে আমরা অবিচল এ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এতে আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমীন চৌধুরী ও সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।