জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের

চাঁপাইনবাবগঞ্জে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবার ছিল শিবগঞ্জ বনাম নাচোল উপজেলা দলের খেলা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় মোমিনুলের গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এর পর ৩৩ মিনিটের মাথায় মাশরাফির গোলে আরো এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এরপর আফিরে তাকাতে হয়নি শিবগঞ্জ উপজেলা দলকে। পুরো খেলায় মোমিনুল একাই করেন ৫ গোল এবং মাশরাফি করেন ৩ গোল আর আলমগীর করেন ১টি গোল। তবে ডিবক্সের মধ্যে ফাউল হলে নাচোল উপজেলা দল পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি শট থেকে ১টি গোল করেন নাচোল উপজেলা দলের আল দিলুস।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৯-১ গোলের বিরাট ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিবগঞ্জ উপজেলা দল।
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।