গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসকিন ওরফে সজীব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মিঠুন ওরফে মিথুনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।