বারঘরিয়া ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কর্মশালা 

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সাকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট এর আওতায় এবং পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে প্রকল্পের ২০ জন মহিলা সিসিএজি সদস্য অংশ নেন।
কর্মশালায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন পঙ্কজ কুমার সরকার ও প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, শস্য বিশেষজ্ঞ জহুরুল ইসলাম ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। কর্মশালায় খরা সহনশীল কৃষি কৌশল, টেকসই কৃষি অনুশীলন, পানি সংরক্ষণ এবং ভার্মিকম্পোস্ট তৈরির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে খরা সহনশীল পেয়ারা গাছের চারা প্রদান করা হয়।