জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা

ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচেই জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। তার দারুণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল। সেন্ট জেমস পার্কে গতকাল রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য আর ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।