বিয়ের প্রলোভনে ধ*র্ষ*ণ মামলার মূল আসামি রুবেল গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে একাধিকবার ধ*র্ষ*ণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার ব্যক্তি নাটোর জেলার লালপুর থানার চেকশোভ হাঠাৎপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে রুবেল আলী। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম একজন হিন্দু যুবতী। একই এলাকার হওয়ায় আসামি রুবেল প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহীর শেখেরচক এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। এসময় রুবেল একাধিকবার ভিকটিমকে জোরপূর্বক ধ*র্ষ*ণ করে। সবশেষ গত ৩ সেপ্টেম্বর ভিকটিমকে রেখে পালিয়ে যায় রুবেল। পরে ভিকটিম বাদী হয়ে বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি হলে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে নাটোর রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। পরবর্তীতে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।