খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বস্তিকা দত্ত
মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। এরপর টিভি ধারাবাহিক থেকে বড় পর্দায় এসে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিবর্তন আনছেন শরীরের গঠন ও লুকেও।
‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকা মনে করেন, দর্শকের কাছে গ্রহণযোগ্য থাকতে হলে বারবার নিজেকে নতুনভাবে হাজির করা জরুরি। ইন্ডাস্ট্রিতে নায়িকাদের জন্য খোলামেলা পোশাক কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তবে কারও কারও অবস্থান আলাদা। যেমন—শ্রুতি দাস কিংবা শ্বেতা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা খোলামেলা পোশাকে অভিনয় করবেন না।
তাহলে স্বস্তিকার ভাবনা কী? উত্তরে তিনি বলেন,
“মিমি চক্রবর্তীকে তো আমরা ‘রক্তবীজ টু’ ছবিতে বিকিনিতে দেখেছি। তিনি নিজেকে প্রস্তুত করেই সে দৃশ্যে অভিনয় করেছেন। আমিও তেমনটাই করব। আগে নিজেকে তৈরি করব, শরীরকে উপযুক্ত করব। তারপর বুঝব, চিত্রনাট্যে ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যের কতটা প্রয়োজন আছে। সেভাবেই সিদ্ধান্ত নেব।”
সম্প্রতি অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। এর পরই যুক্ত হয়েছেন ত্রিকোণ প্রেমের ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বকর্মা পূজার আগের দিন থেকেই সিরিজটির শুটিং শুরু হবে।