চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া ব্রিজ গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেয়। গোলচত্বর থেকে শুরু হওয়া কর্মসূচি ছড়িয়ে পড়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুতে (মহানন্দা সেতু-১), যা সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা সেতুর ওপর বসে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা ধরে দীর্ঘ যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়।
পরে পলিটেকনিক শিক্ষক ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের হস্তক্ষেপে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, সরকারি পলিটেকনিক শিক্ষক আব্দুল মালেক, কারিগরি ছাত্র আন্দোলনের জেলা সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রাহিম, সংগ্রাম পরিষদের সদস্য রিপন আলী, মাহবুব রানা সজিব ও আপেল মাহমুদ প্রমুখ। বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির নিন্দা জানান, পেশাগত সমস্যার সমাধানে গঠিত সরকারি কমিটি প্রত্যাখ্যান করেন এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং যানজট নিরসনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।