নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আলমগীর হোসেন (৫০), ফরহাদ হোসেন (৩০), কাবুল ইসলাম (২০), সনোয়ার হোসেন (৪২) এবং নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের ওয়াসিম আলী (৩৯)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযানে চোলাইমদ সেবন করার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।