ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আটক ৪
ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পূণরায় বাংলাদেশে ফেরত আসার পথে ৩ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটক ৩ জনের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে বিজিবি। আটকরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন, একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের ছাত্তারের ছেলে মিজানুর রহমান।
বিজিবি জানায়, তাঁরা অনুমতি ছাড়া নদীপথে নৌকাযোগে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির একটি টহলদল তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় আজ ভোরে আটক করে। এসময় তাঁদের নিকট বাংলাদেশী সিমসহ ৩টি মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রুপী পাওয়া যায়।
আজ দুপুরে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে আটকের ঘটনাটি নিশ্চিত করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করে গ্রেপ্তারদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকালে সোনামসজিদ সীমান্তের কানসাট এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে মিজানুর রহমান আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।