চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ
সদর উপজেলায় একটি পারিবারিক গোরস্থানের সীমানা প্রাচীরের পাশে মাটির নীচে মজুদকৃত একটি ককটেল স্তুপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর গ্রামে অবস্থিত ওই গোরস্থানের পাশে প্রচন্ড বিস্ফোরণে ধসে পড়ে গোরস্থানের পাকা সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ। বিকট শব্দে আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। স্থানীয় সূত্রে ওই মজুদ থেকে এক সাথে ১২/১৫ টি ককটেলের বিস্ফোরনের খবর পাওয়া গেলেও পুলিশ বলছে সর্বাধিক ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটতে পারে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মাটির নীচে মজুদকৃত ঠিক কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটেছে তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। স্থানীয়রা বিভিন্ন সংখ্যার কথা বলছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ওইস্থানে ককটেল মজুদ করেছিল তা বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।