রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী
বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম।
বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।