হট্টগোল -বিদ্যুৎবিভ্রাট : তবুও সংঘাত ছাড়াই শেষ হলো জাকসুর ভোট গ্রহণ
দিনভর উত্তেজনা থাকলেও বড় ধরনের সংঘাত ছাড়াই শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভোট গ্রহণ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ভোটগ্রহণ শেষ হয়। ভোট শেষে শুরু হবে গণনা। প্রথমে মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত হলেও পরে ম্যানুয়ালি বা হাতে ভোট গণনা হবে বলে জানিয়েছে জাকসুর নির্বাচন কমিশন। এতে ফলাফলে পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। এদিকে, ভোটগ্রহণের শুরুতেই হোঁচট খেতে দেখা জাকসুর নির্বাচন কমিশনকে। কোথাও ব্যালট পেপার না পৌঁছানোয় দেরিতে ভোট শুরু করতে হয়। আবার কোথাও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। একটি কেন্দ্রে ছিল না আঙুলে দেওয়া অমোচনীয় কালিও।