ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিম্নআয়ের মানুষরা ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী ও পুরুষরা বলেছেন, আগে ৩টি ডিলার পয়েন্ট থাকলেও বর্তমানে তা কমিয়ে একটি করা হয়েছে। এতে এই ওয়ার্ডের দরিদ্র মানুষরা সারাদিন লাইন দিয়েও চাল ও আটা পাচ্ছে না। ফলে তাদেরকে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন— স্থানীয় বাসিন্দা বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলি, আশিক পারভেজ শাহীন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেনসহ অন্যরা।
বক্তারা ডিলার বৃদ্ধিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
পরে তারা ১৫ নম্বর ওয়ার্ডে আরো ৪-৫ জন ডিলার প্রদানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।