গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ১জনের মৃত্যু

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদরুল ইসলাম (৩৫) নামে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি নেজুবাজার এলাকার নিজ দোকানে ভ্যানে চার্জ দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া বদরুল ইসলাম ভিটাবাড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার পর কোনো এক সময় বদরুল ইসলাম নিজ দোকানে অটোভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে ওই দোকানে অন্য চালকরা এসে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।