নেপালে বিক্ষোভ, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন বন্ধ


নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারও তরুণ বিক্ষোভ করেছে। জেন-জি বিক্ষোভকারীরা দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। আজ শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেন-জিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়। এদিকে বাংলাদেশ ফুটবল দল নেপালে অবস্থানে করছে। আজ স্থানীয় সময় বিকালে জাতীয় দলের অনুশীলন করার পূর্বনির্ধারিত সূচি ছিলো। আন্দোলনের কারণে সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রয়েছে। কারণ সেখানে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে দলের হোটেল থেকে বের হওয়ার অনুমতি নেই।