অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়

শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ এক গোল ফ্রান্সকে এনে দিল স্বস্তির জয়। গতকাল দিবাগত রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে লেস ব্লুজরা। ম্যাচে গোল করেই ফ্রান্সের জার্সিতে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। এদিন ম্যাচের ৮২ মিনিটে গোল করেন এমবাপ্পে। এই গোলের পর ফ্রান্সের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫১। অঁরির সমান হলো তার রেকর্ড। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয়। তার ওপরে আছেন শুধু অলিভিয়ে জিরু। আর ৭ গোল করলেই তার রেকর্ডও ভেঙে দেবেন তিনি। ম্যাচে এমবাপ্পের গোল বানিয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনি। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আসে গোলটি। এর আগে ম্যাচের শুরুতে গোল করেছিলেন মাইকেল ওলিসে।