চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার
শিবগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ৬দিন পর কেয়া বেগম (২২) নামে ৫ বছরের এক পুত্র সন্তানের জননী এক গৃহবধুর পুকুরে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তারাপুর মোড়লপাড়া গ্রামের সৌদি প্রবাসী সুমন রেজা’র স্ত্রী এবং এক্ই গ্রামের মির্জা শাহারিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার(৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কেয়ার বাবার বাড়ি থেকে প্রায় ৩ শত গজ দূরে তাঁর বাবার নিজস্ব পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানালে কেয়ার বাবা সেখানে উপস্থিত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য ও কেয়ার আত্মীয় মো: সেরাজুল বলেন, কয়েকমাস যাবৎ কেয়া মানসিক সমস্যায় ভূগছিল। তাঁকে চিকিৎসা করানো হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৮ আগষ্ট ভোর ৫টার দিকে বারার বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। এ ঘটনায় পরদিন ২৯আগষ্ট শিবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এছাড়া এতদিন খোঁজ করেও পরিবার কেয়ার কোন সন্ধান পান নি। মরদেহের ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহে বাহ্যিকভাবে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।