চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

চলতি বছর শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এ পর্যন্ত ৩ সহস্রাধিক ডেঙ্গুরোগি ভর্তি ও শনাক্তের বাস্তবতায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতায় মাসব্যাপী বিশেষ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। আজ সকালে পৌর কর্মচারী সংসদের আয়োজনে পৌর ভবন প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালী বের করা করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালীটি পূনরায় পৌর ভবনে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। যুব রেডক্রিসেন্ট, স্কাউটস, পৌর কর্মকর্তা ও কর্মচারীরা র্যালীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে অংশ নেন। র্যালী থেকে লিফলেট বিতরণ ও মাইকিং করে পৌরবাসীকে মশক নিধন ও পরিচ্ছন্নতায় অংশ নিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়। র্যালী শেষে পৌর কর্মচারী সংসদ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, সাধারণ জনগন সচেতন হয়ে সহযোগিতা না করলে মশক নিধণ বা পরিচ্ছন্নতা রক্ষা কোনটাই সম্ভব নয়। নিয়মিত কার্যক্রমের বাইরে সেপ্টেম্বর মাসের প্রতি মঙ্গলবার র্যালী করে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সচেতনতামেূলক কার্যক্রম চালানো হবে বলেও জানান তাঁরা।
এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর আজ পর্যন্ত শুধু জেলা হাসপাতালেই ১ হাজার ৭৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্হি:বিভাগে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪০ জন। এ পরিসংখ্যানের বাইরে জেলার আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বহু রোগি ভর্তি ও শনাক্ত হয়েছেন। অনেকে ব্যাক্তিগতভাবে ও চিকিৎসকের প্রাইভেট চেম্বারে শনাক্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিয়েছেন। অনেকে রাজশাহী ও ঢাকায় উন্নত চিকিৎসা নিয়েছেন। মৃত্যুরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ডেঙ্গু বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন রোগি বাড়তে থাকা এ রোগ নিয়ে এখন আতংকিত মানুষ।