শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুজনকে কারাদন্ড, উদ্ধার চোলাইমদ
শিবগঞ্জ উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুজনকে যথাক্রমে ২ মাসের ও ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে দেশী চোলাইমদ তৈরির কাঁচামালসহ চোলাইমদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে তৌফিক আজিজ জানিয়েছেন।