মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের ২ শ্রমিকের মৃত্যু
গোমস্তাপুর উপজেলার মালয়েশিয়া প্রবাসী ২ যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোমস্তাপুর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের শুকুরুদ্দীন কালুর ছেলে তুহিন ও একই ওয়ার্ডের নসিবন্দিনগর গ্রামের কাবিলের ছেলে শামীম রেজা। নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা প্রায় আড়াই বছর যাবৎ মালয়েশিয়ায় পাম বাগানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে পাহাড়ী এলাকায় পিকআপ জাতীয় গাড়ীতে থাকা গোমস্তাপুরের ৫ জন পামবাগানে কাজ শেষে আবাসস্থলে আসার পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। এ সময় গাড়ী উল্টে দু’জন নিহত হন। ঘটনার পর ওই গাড়ী থেকে লাফ দিয়ে রক্ষা পান গাড়ীতে থাকা অপর তিন বাংলাদেশী। ঘটনার পর মালয়েশিয়ায় থাকা এলাকার ও বাংলাদেশের অন্য শ্রমিকরা বিকেল ৫টার দিকে নিহতদের বাড়িতে ফোন করে খবর দেন। জানাগেছে, মালয়েশিয়ায় রবিবার ছুটি থাকলেও তাঁরা ওভারটাইম করছিলেন। বর্তমানে মরদেহ মালয়েশিয়ান পুলিশের হেফাজতে রয়েছে। এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াদুদ আলম জানান, গতকাল দুপুরে মালয়েশিয়ায় গোমস্তাপুরের দুই বাসিন্দা সড়ক দূর্ঘটনায় নিহত হবার খবর তাঁরা জানতে পেরেছেন।