নাচোলে চার্জে দেয়া অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মা মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোচার্জার ভ্যানে মঙ্গলবার রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫টার দিকে অটোভ্যান থেকে লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও স্পৃষ্ট হন। তাদের শব্দ পেয়ে ছেলের স্ত্রী ধরতে গেলে তাকেও বিদ্যুৎ শক করলে তিনি সেখানে ছিটকে পড়ে যান। তখন তিনি তার শ্বশুর আলমগীরকে ডাক দেন। ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।