ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রাম ও ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রাম ও ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রামে ১৫জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অংশ নেন। এসময় তাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হল রুমে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক শিশুর অভিভাবক অংশগ্রহন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, পরিচালক কামরুন্নাহার ডানা, স্পোর্টস ম্যানেজার শামীম আল মামুন, চীফ কোর্ডিনেটর অরিন্দম পান্ডে, কো-অর্ডিনেটর রাজিবুল ইসলাম, রাসেল আহমেদ, অ্যাথলেটিস কোচ মর্তুজা ইকবাল নূরী, ফুটবল কোচ আব্দুর রাজ্জাক ও ক্রিকেট কোচ আব্দুল শুকুর খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. নাইমুল হক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মারুফা রহমান, চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, বিদ্যালয় এর নির্বাহী পরিচালক হান্নান হোসাইন ও প্রাক্তন খেলোয়াড় তৌফিকুল ইসলাম তোফাসহ অন্যরা। গুলিশানো ও লাইওন ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন করে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।
আলোচকবৃন্দ বলেন, ফ্যামিলি হেলথ ফোরাম হলো স্পেশাল অলিম্পিকসের একটি অংশ, যা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবার এবং পরিচর্যাকারীদের জন্য স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, সহায়তা ও তথ্য প্রদানের একটি প্ল্যাটফর্ম। এই ফোরামের উদ্দেশ্য হলো পরিবারগুলোকে স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য, এবং মানসিক সুস্থতার মতো বিষয়গুলোতে সহায়তা করা, যা বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে পরিবার ও পরিচর্যাকারীদের জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফিটনেস, মানসিক সুস্থতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন ডা. নাইমুল হক। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন ডা. মারুফা রহমান।