গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুরে পুকুর ডুবে ২ বছর বয়সী রেদওয়ান ওরফে রিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের বাড়ির পাশে কাজলাদিঘি নামক পুকুরে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রিহান পরিবারের অগোচরে বাড়ির আশেপাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে ওই পুকুর পাড়ে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। তাকে কোন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। সেখানে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।