সিপিএলে উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও মাঠে তার ঝলক অম্লান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বোলিংয়ে দেখালেন নতুন অধ্যায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা আমির গতকাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফাবিয়ান অ্যালেনকে আউট করেই তিনি স্পর্শ করলেন অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন। এর মাধ্যমে তিনি বিশ্বের মাত্র নবম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। আমিরের আগে পাকিস্তানের হয়ে একমাত্র ওয়াহাব রিয়াজ জায়গা করে নিয়েছিলেন এই ক্লাবে। ওয়াহাব ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে এখনও শীর্ষে আছেন পাকিস্তানি বোলারদের মধ্যে। এবার তার ঠিক পরেই নাম লেখালেন আমির।