গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কেডিসিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও কাস্টমস সদস্যরা সমন্বিতভাবে অংশ নেয়। অভিযানে জব্দ হয় ৮’শ ৪০পিস ইয়াবা, ১’শ ৪০ গ্রাম ও ৪’শ ৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, হেরোইন পরিমাপক মিটার ৩টি এবং মাদক বিক্রির নগত ৫৬ হাজার ১’শ ৭৫ টাকা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে আটক ৮ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীণ এবং অপর ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।