চাঁপাইনবাবগঞ্জে উদ্ভাবনী ধারণার উপর দিনব্যাপী কর্মশালা
উদ্ভাবনী ধারণার উপর দিনব্যাপী কর্মশালা ‘ইনোভেশন ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট (ইনক্লুড)’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং জিআইজেড (জিআইজেড) এর যৌথ আয়োজনে নবাবগঞ্জ টাউন ক্লাবে উদ্ভাবনী ধারণার উপরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শতবর্ষী পৌরসভা হলেও কাঙ্খিত উন্নয়ন হয়নি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এ পৌরসভা পরিচালিত হচ্ছে। এ পৌরসভায় নানা ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের পৌরসভার নগরায়নকে টিকিয়ে রাখতে হলে অনেক ধারনা, আইডিয়া যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন ফিন্যান্স সাপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সমস্যা রয়েছে ভু-গর্ভস্থ পানির স্তর নিচে যাওয়া, অত্যাধিক তাপমাত্রা এবং জলাবদ্ধতা। আশা করছি, দিনব্যাপী এই ওয়ার্কশপ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কিভাবে তিনটি সমস্যা থেকে বের হয়ে আসতে পারে তার একটা আপনাদের আইডিয়ার মাধ্যমে বের হতে পারে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেআইজির আরবান এন্ড রেজিওনাল স্পেশালিস্ট রফিকুল ইসলাম, টিলার ঢাকার কনসালটেন্ট মোঃ আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ। কর্মশালায় জানানো হয়, গত ০১ আগষ্ট থেকে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা পৌর বাসিন্দাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমে নির্ভরযোগ্য পানীয় জলের অনিশ্চয়তা, ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস ও তাপপ্রবাহের সময় তীব্র গরম অনুভূত হওয়া- এই ৩টি বিষয়ে আইডিয়া জমা দেয়ার জন্য বলা হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে পৌরসভা তাদের আইডিয়া অনলাইনে ফরম ডাউনলোড করে তা পূরণ করে পৌরসভার নির্দিষ্ট বক্সে জমা দিতে পারবেন কিংবা অনলাইনে প্রস্তুতকৃত ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন। এছাড়া সরাসরি পৌরসভা থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবেন। উদ্ভাবনী ধারণা সংক্রান্ত ফরম আগামী ৩১ আগস্টের মধ্যে পৌরসভায় সরাসরি জমা দেওয়া যাবে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে যাদের আইডিয়া নির্বাচিত হবে তারা এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং স্বীকৃতিও পাবেন।