চাঁপাইনবাবগঞ্জে ৫টি ওয়াগন উদ্ধার, ১২ ঘন্টা পর চালু আমনুরা জংশন


সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশনে তেলবাহী একটি ট্রেনের লাইনচ্যূত ৫টি ওয়াগন উদ্ধার হয়েছে। এতে প্রায় ১২ ঘন্টা পর চালু হয়েছে আমনুরা জংশন। রেলওয়ে সূত্র জানায়, আজ ভোর ৫টা ৫ মিনিটে লাইনচ্যূত ওয়াগনের উদ্ধার কাজ সম্পন্ন করে ঈশ^রদী থেকে আসা রিলিফ ট্রেন। এরপর ভোর ৫টা ৩৫ মিনিটে আমনূরা জংশনে আটকা পড়া জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন ছেড়ে আসা ঈশ^রদীগামী ৫৮ ডাউন আন্ত:নগর কমিটার ট্রেন জংশন ছেড়ে যায়। এর আগে গতকাল বিকাল ৫টা ৪০ মিনিটে খুলনা থেকে আসা ২৭টি ওয়াগনের তেলের ট্রেনটি আমনূরা জংশনে ঢোকার মূখে এর ৫টি বগি লাইনচ্যূত হয় বলে জানায় রেলওয়ে র্কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তেল লিকেজের ঘটনাও ঘটেনি। তবে বন্ধ হয়ে যায় আমনুরার সাথে রাজশাহী, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন পর্যন্ত ৩ দিকের ট্রেন যোগাযোগ। আমনুরায় ১ টি ও রহনপুর ষ্টেশনে আটকা পড়ে ১২৬ ডাউন রাজশাহীগামী পূণর্ভবা কমিউটার। তবে আমনুরা বাইপাস ষ্টেশন হয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
আমনুরা জংশন সহকারী মাস্টার মোখলেসুর রহমান সোহেল, টেনটি ষ্টেশনের অদূরে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পিডিবি’র (সরকারি) মালিকানাধীন একটি বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল নিয়ে আসছিল।
মেক্যানিক্যাল কারণে প্লাটফর্মের প্রায় আধা কিলোমিটার দূরে কেএ-ওয়ান আপ তেলের ট্রেনের ৫টি বগি লাইনচ্যূত হয়। ওয়াগনগুলি উদ্ধারের জন্য ঈম্বরদী থেকে রোববার রাত সাড়ে ১০টায় রিলিফ ট্রেন ও কারিগরি দল আসে। তাঁরা ওয়াগন উদ্ধার করে। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সকল লাইন মেরমতের কাজ চলছে। মেরামত শেষ হলে সকল পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভা¦িবক হবে। আমনূরায় ভারত থেকে রহনপুর রেলবন্দর হয়ে আসা আমদানী পণ্যবাহী ট্রেন অপারেট করা হয়। মাষ্টার সোহেল আরও বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা লাইনচ্যূতির কারণ নির্ণয় করে প্রতিবেদন দিবেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ট্রাফিক অফিসার হাসিনা খাতুন সহ রেলওয়ের উর্ধতণ প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। রেলওয়ে পুলিশের (জিআপি) আমনূরা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, জংশনের ৭ নং লাইনের মুখে প্রবশের সময় ক্রস লাইনে ট্রেনটির ৫টি ওয়াগন লাইনচ্যূত হলে এর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, লাইনচ্যূতির কারণে আমনুরা জংশন ষ্টেশন হয়ে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হলে মহান্নন্দা সহ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। যাত্রীদের ভোগান্তি হয়। রহনপুর ষ্টেশন মাস্টার মামনুনুর রশিদ বলেন, রহনপুর থেকে দুটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।