নির্বাচনের তারিখ ঘোষণা মিয়ানমারের সামরিক জান্তার

জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুং চিকে কারারুদ্ধ করার পর এটিই হবে প্রথম ভোট।