পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের

ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। আজ বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।