চাঁপাইনবাবগঞ্জে ১ নারীসহ ২ হেরোইন কারবারির যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ ৭৭৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় কাজল ও মরিয়ম বেগম নামে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে কাজলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদাীব আলী আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত কাজল চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর স্কুলপাড়া মহল্লার তৈয়মুরের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী পৌর ২ নং ওয়ার্ডের মহিষালবাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বিকালে কাজলের শয়নকক্ষে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় কাজল ও মরিয়ম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২ জনকে আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক-এসআই দ্বীন মোহাম্মদ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আলমগির কবির ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ওই ২ জনকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ফরিদ আহমেদ জনি ও নূরে আলম সিদ্দিকী আসাদ।