শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার
শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকার ৬ মাসের শিশু সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের বরাতে র্যাব জানায়, বাবা সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতা এবং নিজেদের নির্মাণাধীণ বাড়ির কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাঁর বাবা-মা ও বোনও আহত হন। এ ঘটনায় নিহতের পিতা শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি র্যাবও গ্রেপ্তার অভিযান শুরু করে। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।