পাচারের অভিযোগে ঝিলিমে জরিমানা খুচরা সার ডিলারকে

নিজ এলাকার বাইরে অন্য ইউনিয়নে সার পাচারের অভিযোগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা বাজারের খুচরা সার ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলামকে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। আজ দুপুরে মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম এই দ- দেন। মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ জানান, মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলাম তার দোকান থেকে ৭ বস্তা ডিএপি, ৩ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা এমওপিসহ অনুসার ও কীটনাশক নাচোল উপজেলার হাটবাকইলে পাচার করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে রাস্তা থেকে সেই সার ভ্যানসহ আটক করেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং সমুদয় সার এলাকার কৃষকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করেন।