ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ

গত মাসে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই ও ২০২৭ এর বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৩ ম্যাচে তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগস্টের নারী দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দলের নাম বাংলাদেশ। আজ ফিফার হালনাগাদকৃত নারী দলের র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ সময়কালে সবচেয়ে বেশি ৮০ দশমিক ৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯ দশমিক ৮৭। আগের র‌্যাঙ্কিংয়ে যা ছিল ১০৯৯ দশমিক ৩৬। এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র‌্যাঙ্কিং ১০০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। ৭ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ভারত, আর ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে নেপাল।