চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জের সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, কালেক্টরেট গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীন ও আব্দুল্লাহ আল মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের বনবিভাগ। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা, ফলদ বৃক্ষ, ঔষধি গাছ এবং বিভিন্ন প্রকার ফুল ও ফলের প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়াও, মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। মেলায় বনবিভাগ চাঁপাইনবাবগঞ্জ, আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষণা কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ১১স্টল অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে, ১ম, ২য় ও ৩য় হওয়ায় খামারবাড়ি নার্সারি, রবিউল বনসাই এ্যান্ড এডেনিয়াম নার্সারি ও ভুটু নার্সারিকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।