বক্স অফিসে আয় ৬৫৫ কোটি: কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আহান-অনীত?
নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। এতটাই ঝড় তুলেছে যে, অনেকেই হতবাক! যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা)। মুক্তির ১৮ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪৭২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৫ কোটি ১৮ লাখ টাকার বেশি); যা বাজেটের ১ হাজার গুণের বেশি।
‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পেয়েছেন আহান-অনীত—তা নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য দুজনেই ১৫-২০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২০-২৭ লাখ টাকা) মধ্যে পারিশ্রমিক পেয়েছেন। তবে নতুন প্রকল্পে (সিনেমা) পারিশ্রমিকের এই অঙ্ক অনেকটাই বাড়বে।
বলিউডের একজন সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন। শীর্ষস্থানীয় স্টুডিওগুলোর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নবাগত তারকা জুটির কম পারিশ্রমিককে স্বাভাবিক বলে মনে করেন তিনি। খানিকটা ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি বড় ব্যানারে অভিষেক সিনেমার জন্য এমন পারিশ্রমিক স্বাভাবিক। কিন্তু সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ায়, এখন নিঃসন্দেহে তারা অনেক বেশি পারিশ্রমিক দাবি করতে পারবেন।” নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন আহান-অনীত। বৃদ্ধি পাচ্ছে পারিশ্রমিকও। তা জানিয়ে তিনি বলেন, “এই সিনেমার সাফল্য রাতারাতি দুটি নামকে বাজারে চাহিদাসম্পন্ন করেছে। পারিশ্রমিক পুননির্ধারণের জন্য আহান ও অনীত এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছেন। তাদের পরবর্তী সিনেমার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। নতুন সিনেমার জন্য ৩৫-৫০ লাখ রুপি পারিশ্রমিক নিতে পারেন তারা।”
গত কয়েক বছরে যারা অভিষেকেই বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছেন, তাদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেমন: ‘ধড়ক’ সিনেমা মুক্তির পর শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের পারিশ্রমিক বেড়ে যায়। ‘সাইয়ারা’ সিনেমার পর আহান-অনীত একই পথে এগোচ্ছেন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।