সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামি গ্রেপ্তার হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন। মোট ১ হাজার ৫৫২ জন গ্রেপ্তার হয়েছে। আজ পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জনকে গ্রেপ্তার করা হয়।