দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়নে নিতে চায় পাকিস্তান-ইরান
বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান ও ইরান। গত রবিবার ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে আলোচনায় পাকিস্তান ও ইরান তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার। গতকাল এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব গ্রহণের পর এবং জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর প্রথম সরকারি সফরে পাকিস্তানে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষী সম্পর্ক থেকে শুরু করে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন পর্যন্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।