সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর


সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে গতকাল দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। উপসাগরীয় দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নাজরানে সোমালিয়ার ৪ জন এবং ইথিওপিয়ার ৩ নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদন্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।