ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী
ভোলাহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা উপজেলার তরুণ তরুণী, কিশোর কিশোরী ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ। এসময় ভার্কের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হাজেরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরের এক পাশে আমড়া গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।