চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা লিমা আকতার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
সমাবেশে জুলাইয়ের মায়েরা, ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ তারেক হোসেনের বাবা-মা, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সকলের চোখ ছলছল করে ওঠে।
বক্তারা শহীদ আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।