আগামী ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ


আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ আসর। গতকাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মাসব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ ডিসেম্বর। চলতি বছরও তিনটি ভেন্যু- কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে লিগের সব ম্যাচ। এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানিয়েছেন, আসরটি এমন সময় আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সুনিশ্চিত করা। তিনি বলেন, ‘এই সময়টায় এলপিএল আয়োজনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। সময়সূচিও বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।’ ২০২০ সালে যাত্রা শুরু করা এলপিএল অল্প সময়েই শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা, পাশাপাশি নিয়মিতই দেখা যায় আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ।