টানা ৩দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু

টানা ৩দিন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধের পর আজ বিকেল ৪টা থেকে পূণরায় চালু হয়েছে। সমস্যা সমাধানে আজ দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয়ে দু’জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের যৌথ আলোচনা বৈঠকে সমঝোতার পর বাস চলাচল শুরুর সীদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যাতায়াতকারী বিরতিহীন গেটলক ও মহানন্দা বাস সার্ভিস আগামীকাল সকাল থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ^রোড মোড়ের রাজশাহীগামী বাসের কাউন্টার মাষ্টার মোহাম্মদ আলী জানান, বিকাল ৪টা থেকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান জানান, দু’পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনায় সমঝোতা হওয়ায় বাস চলাচলের সীদ্ধান্ত হয়েছে। সমঝোতা বৈঠকে দু’জেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস মালিক ও শ্রমিকরা অংশ নেন। উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রী ওঠানামা ও বাসের শিডিউল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমকিদের মধ্যে বাক-বিতন্ডার পর রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে আহত করে রাজশাহীর শ্রমিকরা। এরই জেরে তাৎক্ষনিক চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করে দেয় চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিকরা। এছাড়া ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর দু’টি বাসের কাঁচ ভাংচুর করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। ফলে রোববার সকাল থেকে দু’জেলার সরাসরি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।