ইমরান-কনার কণ্ঠে ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার গান
বাংলা সংগীত জগতের সফল জুটি ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা আবারো একসঙ্গে গাইলেন নতুন সিনেমার গানে। কামরুজ্জামান পরিচালিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা। রোমান্টিক ঘরানার ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই চিত্রায়নও শেষ হয়েছে রাঙামাটির নয়নাভিরাম প্রাকৃতিক লোকেশনে। গানের নৃত্য পরিচালনা করেন কোরিওগ্রাফার জাকির হোসেন।
সিনেমাটি প্রযোজনা করছে দেশের দুটি খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান—ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। সিনেমার গল্পের মতো এর গান নিয়েও নির্মাতার ছিল আলাদা পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় প্রাণ যোগ করেছে ইমরান-কনার আবেগঘন গায়কি। এ গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, “আমি সবসময় এমন গানই গাইতে চাই, যেগুলো গল্প বলার মতো—সংবেদনশীল, আবেগঘন। ‘একটি গল্প অল্প অল্প’ ঠিক তেমনই একটি গান। ইমন সাহার সংগীতায়োজনে গভীর আবহ তৈরি হয়েছে। আর কনার সঙ্গে গাওয়াটা সবসময়ই দারুণ এক অভিজ্ঞতা।” গানটি নিয়ে আশা ব্যক্ত করে দিলশাদ নাহার কনা বলেন, “এই গান গাওয়ার সময়ই মনে হচ্ছিল—এটা শুধুই গান নয়, যেন একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। কথা, সুর আর ইমরানের সঙ্গে ডুয়েট—সব মিলিয়ে গানটা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। রেকর্ডিংয়ের সময় থেকেই অনুভব করছিলাম—এই গানটা আলাদা কিছু।” পরিচালক কামরুজ্জামান বলেন, “আমরা চাই, ‘আবার হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সিনেমা না, গান দিয়েও দর্শকদের মনে দাগ কাটুক। ইমন সাহার সুরে ইমরান ও কনার কণ্ঠ দর্শক-শ্রোতাদের জন্য হবে এক দারুণ শ্রুতিমধুর অভিজ্ঞতা।”